এক্সপ্লোর
Dol Purnima 2023: এখানে হোলি দেখতে ভিড় জমান বিদেশি পর্যটকরাও, কীসের আকর্ষণ?
Holi 2023: রং খেলতে, রঙের উৎসব চোখ ভরে দেখতে বহু পর্যটক ভিড় জমান ভারতের নানা প্রান্তে। তার মধ্যেই বেছে নেওয়া যায় ৫টি জায়গা
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

বিভিন্ন ভাষা, বিভিন্ন প্রথা, নানা রকম আচার-আদব কায়দা। কিন্তু তবুও গভীরভাবে একসূত্রে বাঁধা ভারত। হয়তো সারা দেশে হওয়া উৎসব তারই একটি সূত্র। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি হোলি বা দোলযাত্রা।
2/10

বিভিন্ন প্রদেশে প্রায় একই সময়ে রঙের উৎসব হয়, তবে নাম ভিন্ন। কিন্তু মেজাজটা একই থাকে। ভারতের যে যে উৎসবে বিদেশি পর্যটকদের ঢল নামে তার মধ্যে অন্যতম হোলি।
Published at : 06 Mar 2023 11:09 PM (IST)
আরও দেখুন






















