এক্সপ্লোর
Prabhsimran Century: সেঞ্চুরি করে গেল, গিলক্রিস্ট, সহবাগদের ক্লাবে ঢুকে পড়লেন প্রভসিমরন

Prabhsimran Singh
1/10

শনিবার রাজধানীতে ব্যাটের শাসন দেখালেন প্রভসিমরন সিংহ। পাঞ্জাব কিংসের উইকেটকিপার-ব্যাটার ইনিংস ওপেন করতে নেমে ঝকঝকে সেঞ্চুরি করলেন।
2/10

মাত্র ৬৫ বলে করলেল ১০৩ রান। ১ ঘণ্টা ২৭ মিনিটের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি। তবে প্রভসিমরন ছাড়া পাঞ্জাব কিংসের বাকিদের অবদান না বলার মতোই।
3/10

শিখর ধবন করলেন ৭ রান। লিয়াম লিভিংস্টোন ৪। জিতেশ শর্মা ৫। স্যাম কারান ২০। হরপ্রীত ব্রার ২। শাহরুখ খান ২। সিকন্দর রাজা ১১ রানে অপরাজিত ছিলেন।
4/10

এর থেকেই বোঝা যায়, একাই একশো হয়ে কীরকম লড়াই করেছেন প্রভসিমরন। তাঁর দাপটেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তুলল ১৬৭/৭।
5/10

সেঞ্চুরি করে ক্রিস গেল, অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দ্র সহবাগ, মাহেলা জয়বর্ধনেদের অভিজাত ক্লাবে ঢুকে পড়লেন পঞ্জাব কিংসের তারকা।
6/10

আইপিএলের ইতিহাসে পাঞ্জাব কিংসের জার্সিতে এটা ১৪তম সেঞ্চুরি।
7/10

শন মার্শ, মাহেলা জয়বর্ধনে, পল ভলথাটি, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড মিলার, বীরেন্দ্র সহবাগ, ঋদ্ধিমান সাহা, হাসিম আমলা, ক্রিস গেল, কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল পাঞ্জাব কিংসের জার্সিতে সেঞ্চুরি করেছেন।
8/10

এঁদের মধ্যে হাসিম আমলা ও কে এল রাহুল পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে দুটি করে সেঞ্চুরি করেছেন।
9/10

তবে ২০২০ সালের পর থেকে পাঞ্জাব কিংসের আর কেউ আইপিএলে সেঞ্চুরি করেননি। সেই খরা কাটল প্রভসিমরনের ব্যাটে।
10/10

২২ বছর ২৭৬ দিনের মাথায় সেঞ্চুরি করলেন প্রভসিমরন। তিনিই পাঞ্জাব কিংসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির মালিক। ছবি - পিটিআই
Published at : 13 May 2023 10:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
