Exoplanet TOI-6713.01: গায়ের রং অগ্নিসদৃশ লাল, প্রতিদিন একটু একটু করে গলছে এই Exoplanet, কারণ জানা গেল
Science News: সৌরজগতের বাইরে TOI-6713.01 নামের একটি নয়া গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে প্রাণের খোঁজ চললেও, সৌরজগতের বাইরের দুনিয়ার অনেক কিছুই এখনও অজানা। সেই আবহেই নয়া আবিষ্কার ঘিরে শোরগোল বিজ্ঞান মহলে। সৌরজগতের বাইরে আরও একটি গ্রহের সন্ধান পেয়েছন বিজ্ঞানীরা। অগ্নিসদৃশ লাল রঙের ওই গ্রহটির সন্ধান পেয়ে বিজ্ঞানীরা উচ্ছ্বসিত হলেও, তার ভবিতব্য জেনে শঙ্কিত সকলে। একটু একটু করে ওই গ্রহটি গলে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। (Exoplanet TOI-6713.01)
সৌরজগতের বাইরে TOI-6713.01 নামের একটি নয়া গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সেখানে যে গ্রহমণ্ডলের মধ্যে অবস্থিত গ্রহটি, তাতে আরও দু’টি গ্রহ রয়েছে। একটি কমলা রঙের বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে তারা। নয়া আবিষ্কৃত গ্রহটি পৃথিবী থেকে ৬৬ আলোকবর্ষ দূরে অবস্থিত। পৃথিবীর চেয়ে আয়তনে একটু বড় TOI-6713.01 গ্রহটি। ৫০০ কোটি বছর বয়সি নক্ষত্রকে প্রতি ২.২ দিনে একবার প্রদক্ষিণ করে। (Science News)
The Astronomical Journal-এ যে গবেষণাপত্র প্রকাশিক হয়েছে, তাতে TOI-6713.01 গ্রহটি সম্পর্কে চমকপ্রদ তথ্য সামনে এসেছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র গ্রহ সন্ধানকারী Transiting Exopanet Surve Satelite (TESS) থেকে নজরজারি চালিয়ে দেখা গিয়েছে, গ্রহটির বুকে অজস্র আগ্নেয়গিরি রয়েছে। গলিত লাভায় কার্যত ঢেকে গিয়েছে গ্রহটির পাথুরে মাটি। লাগাতার শতাধিক আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ঘটেই চলেছে। গ্রহটির তাপমাত্রা প্রায় ২ হাজার ৩০০ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: Lunar Railway System: চন্দ্রপৃষ্ঠেও গড়াবে ট্রেনের চাকা? চাঁদের বুকে রেল যোগাযোগ গড়ে তোলার পথে NASA
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার জ্যোতির্পদার্থবিদ স্টিফেন কেন জানিয়েছেন, গ্রহটির বুকে সারাক্ষণই আগুন জ্বলছে। এই ধরনের কিছু মহাশূন্যে থাকতে পারে বলে কল্পানই করতে পারেননি তাঁরা। TOI-6713.01-এর প্রতিবেশী গ্রহ দু’টি একটু তফাত থেকে বামন নক্ষত্রটিকে প্রতক্ষিণ করে চলেছে। বৃত্তাকার থেকে ক্রমশ তাদের কক্ষপথ ডিম্বাকার আকার ধারণ করেছে। TOI-6713.01 গ্রহটির উপর তার পড়শি দুই গ্রহ এবং বামন নক্ষত্রটির অভিকর্ষ শক্তির বেশ প্রভাব রয়েছে। কখনও সামনের দিকে ঠেলা খায়, কখনও আবার পিছনের দিকে। কার্যত দড়ি টানাটানি চলে। এর ফলে গ্রহটির বুকে অবস্থিত আগ্নেয়গিরি থেকে লাগাতার লাভা নির্গত হয়ে চলেছে।
তবে গবেষণার জন্য গ্রহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি বিজ্ঞানীদের। তাঁদের মতে, গ্রহগুলির পরিবেশ কতটা চরম হতে পারে, তা বোঝার জন্য TOI-6713.01-এর উপর নজরদারি চালানো প্রয়োজন। সৌরজগতের বাইরে এযাবৎ এমন কোনও গ্রহ আগে চোখে পড়েনি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
