IOCL Recruitment 2021: ইন্ডিয়ান অয়েলে ৫১৩ জন কর্মী নিয়োগ, ১২ অক্টোবর আবেদনের শেষ তারিখ
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে(IOCL) ৫১৩জন কর্মী নিয়োগ করবে কোম্পানি। জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, জুনিয়ার নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ।
নয়াদিল্লি: প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডIndian Oil Corporation Limited(IOCL)। নন এক্জিকিউটিভ পার্সোনেল পদে হবে এই নিয়োগ।উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ১২ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
Indian Oil Corporation Limited (IOCL)- Recruitment
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে(IOCL) ৫১৩জন কর্মী নিয়োগ করবে কোম্পানি। জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, জুনিয়র মেটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। মূলত , Non-Executive Personnels পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
কোন পদে কত নিয়োগ ?
১ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (প্রোডাকশন)-২৯৬টি পদ
২ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (পি অ্যান্ড ইউ)-৩৫টি পদ
৩ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)/জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ৬৫টি পদ
৪ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল)/জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-৩২টি পদ
৫ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইনস্ট্রুমেন্টেশন)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-৩৭টি পদ
৭ জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট - ২৯টি পদ
৮ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ফায়ার অ্যান্ড সেফটি)-১৪টি পদ
৯ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-৪টি পদ
১০ জুনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট-১টি পদ
শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি পাশ হতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই ডিগ্রি বা ডিপ্লোমা লাভ করতে হবে চাকরিপ্রার্থীদের।
কোথায় নিয়োগ ?
মূলত পেট্রোকেমিক্যাল ইউনিট বা রিফাইনারিতে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। অসমের ডিব্রুগড়, বঙ্গাইগাঁও, গুয়াহাটিতে চাকরিপ্রর্থীদের নিয়োগ করা হবে। এ ছাড়াও বিহারের বারাউনি, পশ্চিমবঙ্গের হলদিয়া, উত্তরপ্রদেশের মথুরা, হরিয়ানায় পানিপত ও ওড়িশার পারাদীপে হবে এই নিয়োগ।
কীভাবে আবেদন করবেন ?
ইতিমধ্যেই চাকরির আবেদনের সময় শুরু হয়ে গিয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের অনলাইনে https://iocl.com সাইটে গিয়ে আবেদন করতে হবে।আগামী ১২ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন।এই বিষয়ে বিশদে জানতে ইন্ডিয়ান অয়েলের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।
Official website of Indian Oil Corporation Limited (IOCL) — https://iocl.com
আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI