Lok Sabha Election 2024: হাতে তুলে নিলেন ঝাড়ু, শহর পরিষ্কারের মধ্য দিয়েই প্রচার শুরু BJP প্রার্থী শ্রীরুপা মিত্রের
Sreerupa Mitra Campaign: মালদা শহরে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে নির্বাচনে প্রচার শুরু করলেন শ্রীরুপা মিত্র চৌধুরী...
করুণাময় সিংহ, মালদা: লোকসভা নির্বাচনের (Lok Sabha ELection 2024) দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন (Election Commission)। তার আগেই বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। আজ সকালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে নির্বাচনে প্রচার শুরু করলেন তিনি। মালদা শহরের পোস্ট অফিস মোড়ে প্রথমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর ঝাড়ু হাতে শহর পরিষ্কারে হাত লাগান বিজেপি প্রার্থী তথা ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী (Sreerupa Mitra Chaudhury)।
অপরদিকে, লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই প্রচার-যুদ্ধে নেমে পড়ল তৃণমূলও। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিউটাউনের জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ সকাল থেকে দেওয়াল লিখন শুরু করলেন শাসকদলের কর্মী, সমর্থকরা। প্রার্থী ঘোষণা না হওয়ায়, নামের জায়গা ফাঁকা রেখেই চলছে দেওয়াল দখল। ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীই এবার মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন তিনি। আজ সকালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন শ্রীরূপা। ঝাঁটা হাতে রাস্তা সাফাইও করেন বিজেপি প্রার্থী।
দেওয়াল লিখন থেকে বাড়ি বাড়ি প্রচার। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচারে নেমে পড়ল বিজেপি। সিঙ্গুর, ঘাটাল থেকে হাওড়া - রবিবার ছুটির দিনে ঝোড়োজনসংযোগ চালায় গেরুয়া ব্রিগেড। যদিও তাদের এই তৎপরতাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল শিবির। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলার ২০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বিভিন্ন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে ঝাঁপালেন স্থানীয় নেতা ও কর্মীরা।
বিজেপির প্রথম দফার প্রার্থী ঘোষণার পরে রবিবার ছুটির সকালে হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিঙ্গুরে লকেট চট্টোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখন ও বাড়ি বাড়ি প্রচারে নামেন বিজেপি কর্মীরা। সিঙ্গুরের জমি আন্দোলন একসময় নির্বাচনী ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূলকে। কিন্তু, ২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের হাত থেকে হুগলি লোকসভা কেন্দ্র ছিনিয়ে নেন লকেট চট্টোপাধ্যায়। লিড পান সিঙ্গুরেও।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে ভূপতিনগর থেকে বোমা উদ্ধার
তবে ২০২১-এর বিধানসভা ভোটে সিঙ্গুরে জয়ী হয় তৃণমূল।ফলে এবার হুগলি লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াই। সিঙ্গুর বিধানসভা বিজেপি আহ্বায়ক মধুসূদন দাস, এই নির্বাচনটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয় রয়েছে। এটা কোনও রাজ্য সরকার বা পঞ্চায়েত ভোট না। দেশ কার হাতে সুরক্ষিত থাকবে, সেটা ঠিক করার ভোট এটা।