WB election 2021: ৫০ গ্রাম সোনার গয়না, হাতে নগদ ২৫ হাজার টাকা, বিষয়-আশয়ের খতিয়ান তৃণমূল প্রার্থী জুন মালিয়ার
লড়াই ত্রিমুখী হলেও পশ্চিম মেদিনীপুরের এই বিধানসভা আসনে তৃণমূলের তারকাপ্রার্থীর দিকেই নজর সকলের। মেদিনীপুর কেন্দ্রে ঘাসফুল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে লড়াই বিজেপির সমিত দাস ও সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই প্রার্থী তরুণ ঘোষ-এর। প্রচারে চলছে জোরকদমে।ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন জুন মালিয়া। গত ৯ মার্চ মনোনয়নের সঙ্গে দিয়েছেন হলফলনামা। সেখানে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান।
কলকাতা: আছে ৫০ গ্রাম সোনার গয়না। ব্যাঙ্কে জুন মালিয়ার জমা জমা আছে প্রায় ২ কোটি টাকা। স্বামী-স্ত্রীর সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে ৩ কোটি টাকা। আজকের ‘আয়-ব্যয়ে’ মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর সম্পত্তির খতিয়ান৷
লড়াই ত্রিমুখী হলেও পশ্চিম মেদিনীপুরের এই বিধানসভা আসনে তৃণমূলের তারকাপ্রার্থীর দিকেই নজর সকলের। মেদিনীপুর কেন্দ্রে ঘাসফুল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে লড়াই বিজেপির সমিত দাস ও সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই প্রার্থী তরুণ ঘোষ-এর। প্রচারে চলছে জোরকদমে।ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন জুন মালিয়া। গত ৯ মার্চ মনোনয়নের সঙ্গে দিয়েছেন হলফলনামা। সেখানে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান।
হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে জুন মালিয়ার মোট আয় ১০ লক্ষ ১ হাজার ৮০ টাকা। তাঁর স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের মোট আয় ২৭ লক্ষ ৩৭ হাজার ৫৯০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় জুনের হাতে নগদ ছিল ২৫ হাজার। স্বামীর হাতে ছিল ২০ হাজার টাকা। মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর ব্যাঙ্কে জমা আছে ৬১ লক্ষ ২৪ হাজার ২২৬ টাকা। জুনের স্বামীর অ্যাকাউন্টে জমা ২৬ লক্ষ ৫৬ হাজার ২১০ টাকা।
এছাড়াও বন্ড, শেয়ার, এনএসএস ও মিউচুয়াল ফান্ডে সঞ্চয় করেছেন জুন মালিয়া ও তাঁর স্বামী। হলফনামা অনুযায়ী, জুনের নামে একটি গাড়ি আছে। যার বর্তমান দাম ৮ লক্ষ টাকা। তৃণমূল প্রার্থীর আছে ৫০ গ্রাম সোনার গয়না। যার দাম ২ লক্ষ ৩০ হাজার টাকা। জুনের স্বামীর কোনও সোনাদানা নেই। সব মিলিয়ে জুন মালিয়ার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৪ লক্ষ ৫৪ হাজার ৩৯৯ টাক। আর তাঁর স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৯ লক্ষ ৯৫ হাজার ২১০ টাকা। অর্থাত্ দু’জনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ, ২ কোটি ৮৪ লক্ষ ৪৯ হাজার ৬০৯ টাকা।
শুধু অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়াই নয়, হলফনামায় মেদিনীপুরের তৃণমূলের তারকা প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে থাকা স্থাবর সম্পত্তি বলতে শুধু ৯৩০ বর্গফুটের একটি ফ্ল্যাট। যার বর্তমান দাম ৬০ লক্ষ টাকা। স্বামীর মালিকানায় কোনও ফ্ল্যাট বা বাড়ি নেই।
অর্থাত্ জুন মালিয়ার স্থাবর সম্পত্তির পরিমাণ ৬০ লক্ষ টাকা। স্বামীর কোনও স্থাবর সম্পত্তি নেই। স্থাবর-অস্থাবর মিলিয়ে দম্পতির সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৪৪ লক্ষ ৪৯ হাজার ৬০৯ টাকা। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই।