India slams Canada:৪১ জন কূটনীতিবিদকে ভারত থেকে ফেরাল কানাডা, ওটাওয়ার অভিযোগের কড়া জবাব নয়াদিল্লির
Withdrawal Of Diplomats: 'ভারসাম্যের নীতির বাস্তবায়নকে আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন হিসেবে তুলে ধরার সবরকম চেষ্টাকেই আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করি', বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় বিদেশমন্ত্রক।
নয়াদিল্লি: চড়াই-উতরাই চলছিল। এবার নতুন মোড় ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কে India slams Canada)। 'ভারসাম্যের নীতির বাস্তবায়নকে আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন হিসেবে তুলে ধরার সবরকম চেষ্টাকেই আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করি', বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় বিদেশমন্ত্রক। এই বিবৃতির কয়েক ঘণ্টা আগেই ভারতে কর্মরত ৪১ জন কূটনীতিবিদকে ফিরিয়ে নিয়েছে কানাডা (Canada Withdraws 41 Diplomats)। তবে এমনি নয়। কানাডার অভিযোগ, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যে আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন মেনে চলা হয়ে থাকে, ভারত তা মানেনি। তারই জবাবে শুক্রবার সন্ধ্যায় কড়া বিবৃতি ভারতীয় বিদেশমন্ত্রকের।
কী বলছে নয়াদিল্লি?
বিদেশমন্ত্রকের বিবৃতিতে বার্তা, 'ভারতে কানাডিয়ান কূটনীতিবিদদের সংখ্যা অনেক বেশি। তাঁরা নিরন্তর আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন। তাই নয়াদিল্লি এবং ওটাওয়ায় ভারসাম্যপূর্ণ দ্বিপাক্ষিক কূটনৈতিক অবস্থান জরুরি।' এই ব্যাপারে ভিয়েনা কনভেনশনের একটি নির্দিষ্ট অনুচ্ছেদের কথাও তুলে ধরেছে নয়াদিল্লি। কনভেনশনের Article 11.1 অনুযায়ী, ডিপ্লোম্যাটিক মিশনের (ভিন দেশের কূটনীতিবিদ) সদস্যসংখ্যা কত হতে পারে, এই নিয়ে দু'দেশের মধ্যে কোনও নির্দিষ্ট চুক্তি না থাকলে বিদেশি কূটনীতিবিদেরা যে দেশে থাকছেন, সেই দেশ নিজের মতো এই সদস্যসংখ্যা নির্ধারণ করতে পারবে। সংশ্লিষ্ট দেশটি পরিস্থিতি, নিজের অবস্থা এবং ডিপ্লোম্যাটিক মিশনের প্রয়োজনীয়তার ভিত্তিতে এই সদস্যসংখ্যা নির্ধারণ করবে। গত মাসে ভ্যাঙ্কুভারের কাছেই খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিংহ নিজ্জরের খুনে ভারতের দিকে আঙুল তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত সেই অভিযোগ পত্রপাট খারিজ করে দেয়। এর পর, নয়াদিল্লির তরফে ওটাওয়াকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এ দেশে কানাডিয়ান কূটনীতিবিদদের সংখ্যা কমাক ট্রুডো প্রশাসন। তার পর, শুক্রবার, কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোনি জানান, ভারত থেকে ৪১ জন কূটনীতিবিদকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু একই সঙ্গে ভিয়েনা কনভেনশন লঙ্ঘনেরও অভিযোগ তোলেন তিনি।
কানাডার অভিযোগ...
এদিন মেলানি জোনি বলেন, '২০ অক্টোবরের মধ্যে কানাডার কূটনীতিবিদ ও তাঁদের ডিপেনডেন্ট মিলিয়ে ২১ জন বাদে বাকি প্রত্যেকের কূটনৈতিক রক্ষাকবচ সম্পূর্ণ অনৈতিক ভাবে তুলে নেওয়ার কথা জানিয়েছিল ভারত। এর অর্থ বাকি ৪১ জন কূটনীতিবিদ ও তাঁদের ৪২ জন ডিপেনডেন্ট ওই নির্দিষ্ট দিনের পর থেকে কোনও রক্ষাকবচ পেতেন না। এর ফলে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারত।' তাই ভারতের দেওয়া মেয়াদের মধ্য়েই ওই ৪১ জনকে ফিরিয়ে নিল কানাডা। যদিও কানাডার এই অভিযোগ মানেনি ভারত।
আরও পড়ুন:রয়্যাল এনফিল্ডের ৩টি বাইক বাজারে আসতে চলেছে, ৭ নভেম্বর লঞ্চ হবে হিমালয়ান ৪৫২