এক্সপ্লোর
Advertisement

Poila Baisakh 2022: স্বাগত ১৪২৯! অনুরাগীদের শুভেচ্ছা জানালেন টলি তারকারা

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বছরের প্রথম দিনের একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী জয়া এহসান। ক্যাপশনে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও তাঁর ইরানি ইউনিটকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, 'দিনব্যাপী কাজ করলাম সেই চারুকলা, সেই রমনার বটমূল প্রান্তরে। কত বছর পর সেখানে যাওয়া, তাও নববর্ষকে বরণ করে নেওয়ার এই বিশেষ দিনে, আহ! অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন ছিলাম পুরোটা দিন।'
2/10

অন্যান্য উৎসবের দিনের মতোই পয়লা বৈশাখেও ছেলে ও স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করলেন পরিচালক রাজ চক্রবর্তী। শুভেচ্ছা জানালেন সকলকে।
3/10

কখনও শুধু ছেলের সঙ্গে পোজ, কখনও ফ্রেমে রাজও। একগুচ্ছ ছবি পোস্ট করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
4/10

'নববর্ষ মানেই তো পেটপুজো'। এ যেন একপ্রকার প্রথা। এদিন তাই ডায়েট ভুলে খেতে ব্যস্ত অভিনেত্রী শোলাঙ্কি রায়। পোস্ট করলেন ছবি।
5/10

বছরের প্রথম দিনে লাল পাঞ্জাবী ও চুড়িদারে ট্যুইনিং করলেন গৌরব ও ঋদ্ধিমা। অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করলেন।
6/10

নববর্ষের প্রাক্কালে 'এসো হে বৈশাখ' গানে পা মেলালেন অভিনেত্রী দেবলীনা কুমার। এরপর গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে পোস্ট করলেন ছবি।
7/10

বৈশাখের প্রথম দিনের প্রখর রোদ ছুঁয়ে গেল নব দম্পতি অনিন্দিতা ও সুদীপকে। প্রেমের জোয়ারে ভাসলেন দুজনে। পোস্ট করলেন ছবি।
8/10

বাঙালির নববর্ষে বাঙালি সাজে ক্যামেরাবন্দি অভিনেতা টোটা রায় চৌধুরী। ধুতি আর ডিজাইনার পাঞ্জাবীতে নজর কাড়লেন। অনুরাগীদের জানালেন শুভেচ্ছা।
9/10

বাঙালি সাজে ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঈশা সাহাও। ক্যাপশনে লিখলেন, 'শুভ নববর্ষ। নতুন বছরের প্রতিটা পাতা জুড়ে থাকুক আনন্দ।'
10/10

গোলাপী শাড়ির সঙ্গে মিক্স-অ্যান্ড-ম্যাচিং করে গয়না পরে ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। লিখলেন, 'প্রতিটি মুহূর্ত কাটুক আনন্দে..শুভ নববর্ষ'।
Published at : 15 Apr 2022 04:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
