এক্সপ্লোর
Bengali Serial Jagadhatri: বদলে যাবে ধারাবাহিক 'জগদ্ধাত্রী'-র গল্পের মোড়? আদৌ খুশি হচ্ছেন দর্শক?
Bengali Serial Jagadhatri: কেস সংক্রান্ত একটি বিষয়ে হঠাৎ একেবারে জগদ্ধাত্রীর বাড়িতে এসেই হাজির হয় এক দুর্বৃত্ত। জ্যাজকে লক্ষ্য করে গুলি চালায় সে। কিন্তু তাকে বাঁচাতে গিয়ে গুলি লাগে বিয়ের কনে গরিমার

'জগদ্ধাত্রী'-র জীবনে নতুন অধ্যায়, প্রোমো দেখে কী প্রতিক্রিয়া দর্শকদের?
1/11

ধারাবাহিক 'জগদ্ধাত্রী' (Jagadhatri)-তে আসতে চলেছে নতুন মোড়। আপাতত বাড়িতে সবাই ব্যস্ত গরিমার বিয়ে নিয়ে। নাচে-গানে জমজমাট উৎসব।
2/11

অন্যদিকে, নিজের কেস নিয়ে ব্যস্ত জগদ্ধাত্রী ওরফে জ্যাজ সান্যালও। স্বামী-স্ত্রীর জোড়া খুনের তদন্ত করছে সে। তবে সেই সঙ্গে তাঁর নিজের ব্যক্তিগত জীবনেও কী আসতে চলেছে এক বিশাল পরিবর্তন?
3/11

আজ জি বাংলায় সম্প্রচারিত হবে 'জগদ্ধাত্রী'-র বিশেষ এপিসোড। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তার প্রোমো।
4/11

জোড়া খুনের তদন্তে ব্যস্ত থাকলেও, বাড়ির অনুষ্ঠানেও সমানভাবে সামিল জগদ্ধাত্রী। গরিমার বিয়ে উপলক্ষ্যে জমজমাট গোটা মুখোপাধ্যায় পরিবার।
5/11

মেহেন্দি থেকে শুরু করে সঙ্গীত.. সমস্ত অনুষ্ঠানই পালন হচ্ছে জমজমাটভাবে। কিন্তু হঠাৎই বিয়ে বাড়িতে ঘটে যায় বিপত্তি।
6/11

কেস সংক্রান্ত একটি বিষয়ে হঠাৎ একেবারে জগদ্ধাত্রীর বাড়িতে এসেই হাজির হয় এক দুর্বৃত্ত। জ্যাজকে লক্ষ্য করে গুলি চালায় সে। কিন্তু তাকে বাঁচাতে গিয়ে গুলি লাগে বিয়ের কনে গরিমার।
7/11

সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। একদিকে গরিমার বিয়ে যখন প্রশ্নের মুখে, তখন হঠাৎ জগদ্ধাত্রী অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে গিয়ে ধরে স্বয়ম্ভূ। কিন্তু হঠাৎ তার কী হল?
8/11

এই পর্যন্ত প্রোমোতে দেখানো হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে, জগদ্ধাত্রীর জীবনেও বদল ঘটতে চলেছে, আসতে চলেছে একটা সুখবর। এই প্রোমো দেখে অনুরাগীরা অনেকেই প্রত্যাশা করছেন, জগদ্ধাত্রী অন্তঃসত্ত্বা। তার ও স্বয়ম্ভূর মধ্যে আসতে চলেছে নতুন অতিথি।
9/11

ধারাবাহিকের নতুন এই মোড়ে খুশি অনেকেই। যদি এই আন্দাজ সত্যি হয়, তাহলে প্রত্যাশা করা যায় একজন কর্মরত মায়ের ভূমিকাতেই দেখানো হবে জগদ্ধাত্রীকে। ফলে অনেক নতুন চ্যালেঞ্জ ও নতুন মোড় আসতে চলেছে ধারাবাহিকে।
10/11

যদিও নেটিজেনদের একাংশ বলছেন, এতে একটু স্লথ হতে পারে ধারাবাহিকের গতি। গোয়েন্দা গল্প যে ধারাবাহিকে দেখানো হয়, সেখানে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়া ও সেই নিয়ে গল্প এগিয়ে নিয়ে যাওয়াকে অনেকেই অনর্থক বলে মনে করছেন।
11/11

চিরাচরিত গল্প না দেখিয়ে এই ধারাবাহিকে থ্রিলার বেশ কিছু কেস দেখানো হয়। তবে সমস্ত উত্তর মিলবে ছোটপর্দাতেই।
Published at : 05 Apr 2024 01:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
