এক্সপ্লোর
Hair Care Tips: ঘরোয়া টোটকায় দূরে থাকবে খুশকি
নিজস্ব চিত্র।
1/9

গরম হোক বা বর্ষা। খুসকির সমস্যায় নাজেহাল হতে হয় বছরের যেকোনও সময়ে। অতিরিক্ত ঘাম, রোদের তাপ-এমনই নানা কারণে মাথায় ত্বকে খুশকির বাড়বাড়ন্ত হয়।
2/9

নানারকম দেশি-বিদেশি শ্যাম্পু, নানা ওষুধ ব্য়বহার করেও পুরোমাত্রায় খুশকি দূর করা যায় না। বরং নিত্যদিন নানা ধরনের রাসায়নিক যুক্ত শ্যাম্পু বা ওষুধ ব্য়বহারের কারণে মাথার ত্বক শুষ্ক হতে থাকে। খুশকি তো দূরই হয় না। উল্টে ত্বকের আরও ক্ষতি হয়।
Published at : 25 May 2022 10:59 AM (IST)
আরও দেখুন






















