এক্সপ্লোর
Bengal Weather Updates কলকাতা থেকে জেলা, রাতভর বর্ষণে জলমগ্ন বহু এলাকা, কালও ভারী বৃষ্টির পূর্বাভাস
কলকাতা থেকে জেলা, রাতভর বর্ষণে জলমগ্ন বহু এলাকা
1/15

মেঘলা আকাশ, সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে।
2/15

আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
3/15

বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।
4/15

বাংলাদেশ উপকূলের ওপরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। দক্ষিণবঙ্গের ওপর দিয়েই নিম্নচাপ ক্রমশ সরছে পশ্চিমে। এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে।
5/15

লাগাতার বৃষ্টিতে জল জমেছে মুক্তারাম বাবু স্ট্রিট, এম জি রোডে।
6/15

খড়গপুর শহরের কৌশল্যা মোড়, পুরাতন বাজার, আনন্দনগর, মালঞ্চ, ঝুলি, মিরপুর-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। কোথাও বাড়ি ও দোকানে জল ঢুকেছে।
7/15

মেদিনীপুর পুরসভার পালবাড়ি এলাকায় বাড়ির ভিতরে জল ঢুকে যাওয়ায় নাকাল বাসিন্দারা।
8/15

পশ্চিম মেদিনীপুরের বেলদা, নারায়ণগড়, দাঁতন-সহ একাধিক এলাকায় জল জমেছে। সকালেও বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট ফাঁকা।
9/15

বৃষ্টিতে জলমগ্ন নন্দীগ্রাম। হলদিয়া টাউনশিপের একাধিক বাড়ি ও আবাসনে জল ঢুকেছে।
10/15

জলে ডুবেছে রাস্তাঘাটও। রাতভর বৃষ্টিতে জলমগ্ন তমলুক জেলা হাসপাতালও।
11/15

দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে নিম্নচাপের বৃষ্টি চলছে। বইছে দমকা হাওয়া।
12/15

ডায়মন্ড হারবার, কাকদ্বীপ-সহ বেশ কিছু এলাকায় জল জমেছে। গৃহবন্দি স্থানীয় বাসিন্দারা। দোকানপাট বন্ধ।
13/15

সুন্দরবন উপকূলে নদী ও সমুদ্র বাঁধে ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা।
14/15

জলমগ্ন ক্যানিং মহকুমার বিস্তীর্ণ এলাকা। সরকারি অফিস, বাজার সর্বত্র জল জমেছে।
15/15

বৃষ্টির জেরে শ্রীরামপুরের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন।
Published at : 29 Jul 2021 01:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















