এক্সপ্লোর
Apple Seeds: পেটে গাছ না গজালেও, আপেল দানা চিবোলে যেতে পারে প্রাণও, তবে রয়েছে ট্যুইস্ট
Apple Seeds Effects: আপেলের গুণাগুণ নিয়ে আলোচনার শেষ নেই যেমন, আপেলের দানা নিয়েও নানা কথা চালু রয়েছে।
ছবি: পিক্সাবে।
1/10

রোজ আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না বলে কথিত রয়েছে যেমন, তেমনই আপেলের বীজ নিয়ে আবার নানা কথা শোনা যায়।
2/10

সামনে বসে কেউ আপেল খেলে, বীজ বা দানা পেটে চলে গেল কিনা, উৎকণ্ঠায় ভোগায় আমাদেরও। সিনেমাতে তা নিয়ে কাহিনিও বোনা হয়েছে অনেক। কিন্তু আপেলের দানা কি সত্যিই বিষ? কী বলছে বিজ্ঞান?
Published at : 21 Nov 2023 08:59 AM (IST)
আরও দেখুন





















