এক্সপ্লোর
Local Train: মুশকিল আসান অ্যাপে, অনলাইনেই লোকাল ট্রেনের টিকিট
ফাইল চিত্র
1/10

কাজের সূত্রে অনেকেই লোকাল ট্রেনে যাতায়াত করেন। টিকিট কাটতে গিয়েও অনেকটা সময় খরচ হয়ে যায়। সময় বাঁচাতে এবার ভরসা একটি অ্যাপ। অ্যাপটি এনেছে ভারতীয় রেলমন্ত্রক। নাম UTS (unreserved ticketing system) app। দেশজুড়ে বিভিন্ন শহর ও শহরতলিতে চলা একাধিক লোকাল ট্রেনের জন্য অসংরক্ষিত কামরার টিকিট কাটা যাবে এই অ্যাপে।
2/10

মূলত ২ ধরনের টিকিট কাটা যাবে এই অ্যাপ থেকে। পেপারলেস টিকিটের পাশাপাশি পেপার টিকিটের সুবিধাও রয়েছে। ওই টিকিট স্টেশনে গিয়ে ATVM মেশিন থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে। ভারতের পাঁচটি শহর কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই এবং সেকেন্দ্রাবাদ শহরে এই সুবিধা মিলবে।
Published at : 21 Apr 2022 10:09 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো


















