(Source: ECI/ABP News/ABP Majha)
7:30 tay Saradin: SSC দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ।Bangla News
এসএসসিতে (SSC) দুর্নীতির অভিযোগের প্রতিবাদে করুণাময়ীতে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ। করুণাময়ীতে জমায়েত শুরু হওয়ার আগে থেকেই চলছিল পুলিশের ধরপাকড়। বিক্ষোভকারীরা বলেন, মুখ্যমন্ত্রী নিজে চোর, পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী গ্রেফতার হয় না। ছাত্র যুব নেতাদের বিক্ষোভে গ্রেফতার করা হয়। বাস ভর্তি করে বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হয়। তুমুল উত্তেজনা ছড়ায় ইন্দিরা ভবনের সামনে, বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমত ধ্বস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় গাঁয়ে হাত তোলার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। আহত হন এক পুলিশকর্মীও। একাধিক বাম ছাত্র যুব কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
অনলাইনে পরীক্ষার দাবিতে সংস্কৃত কলেজে ভিসিকে ঘেরাও পড়ুয়াদের। বিক্ষোভকারীদের দাবি এর আগেও তাঁরা অনলাইন পরীক্ষার দাবি জানিয়েছিল, এবং মেইলও করা হয় তাঁর কোন উত্তর দেয় নি কলেজ কর্তৃপক্ষ। আংশিক অফলাইন পরীক্ষা নেওয়া হবে কর্তৃপক্ষ জানালেও সম্পূর্ণ অনলাইন পরীক্ষার দাবিতে অণড় বিক্ষোভকারীরা ।
অনলাইন পরীক্ষার দাবিতে ফের উত্তপ্ত কলেজ স্ট্রিট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিক্ষোভ। বিক্ষোভকারীরা আটকে দিল দ্বিতীয় গেট। কোন পদ্ধতিতে পরীক্ষা? মত নিতে প্রিন্সিপালদের নিয়ে বৈঠক কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বৈঠক শুরুর আগেই রাস্তা আটকে চলছে বিক্ষোভ।