West Bengal News Live: রেশন কাণ্ডে এগ্রেফতারির ১৪ মাস পর বালুও জেলমুক্ত
West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
WB News Live Updates: স্যালাইনকাণ্ডে স্বাস্থ্য ভবন শুভেন্দু; স্বাস্থ্যসচিব, সুপারের গ্রেফতারি দাবি
স্যালাইনকাণ্ডে স্বাস্থ্য ভবন শুভেন্দু। স্বাস্থ্যসচিব, সুপারের গ্রেফতারি দাবি। থানায় নালিশ বিজেপি।
West Bengal News Live: পুলিশের হেফাজতে থাকা বন্দির হাতে কম্বলের আড়ালে আগ্নেয়াস্ত্র
পুলিশের হেফাজতে থাকা বন্দির হাতে কম্বলের আড়ালে আগ্নেয়াস্ত্র। সেই অস্ত্রেই পুলিশকে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট। পরতে পরতে প্রশ্নের মুখে নজরদারি।
WB News Live Updates: রেশন কাণ্ডে এগ্রেফতারির ১৪ মাস পর বালুও জেলমুক্ত
রেশন কাণ্ডে এগ্রেফতারির ১৪ মাস পর বালুও জেলমুক্ত। তদন্ত নিয়ে পরতে পরতে প্রশ্নের মুখে ইডি। জামিন-শুনানির সময় নতুন গ্রেফতারি দুরভিসন্ধির ইঙ্গিত, বলল কোর্ট।
West Bengal News Live: আরও ৯ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করল পুলিশ
কেউ চেষ্টা করছিলেন সীমান্ত পেরিয়ে দেশে ফেরার। কেউবা লুকিয়ে ছিলেন এ রাজ্যে। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় অভিযান চালিয়েও আরও ৯ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু জাল নথি।
WB News Live Updates: শিল্পী-বয়কট ইস্য়ুতে আরও চরমে পৌঁছল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও কুণাল ঘোষের সংঘাত
শিল্পী-বয়কট ইস্য়ুতে আরও চরমে পৌঁছল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও কুণাল ঘোষের সংঘাত। নিজের অবস্থানে অনড় থেকে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ''আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি, তিনি বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যাঁরা এই সব কথা বলছেন, তাঁদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তো তাঁরাই দলে ফিরতে পারতেন না।'' পাল্টা মুখ খুলে কুণাল ঘোষ বললেন, "মমতার কথা অন্যের মুখে শুনব না!''