CBSE 10th Result 2022: প্রকাশিত হল সিবিএসই দশমের ফল
CBSE 10th Result Out: CBSE-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফল দেখার জন্য রোল নম্বর, স্কুলের কোড, অ্যাডমিট কার্ড।
নয়াদিল্লি: প্রকাশিত হল সিবিএসই দশমের (CBSE 10th Result 2022) ফল। এদিন দুপুর ২টো নাগাদ ফল প্রকাশ করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। CBSE-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফল দেখার জন্য রোল নম্বর, স্কুলের কোড, অ্যাডমিট কার্ড।
কোন কোন মাধ্যমে দেখা যাবে ফল?
- cbseresults.nic.in , , cbse.digitallocker.gov.inএই ঠিকানায় গিয়ে ফল দেখতে পারবে পড়ুয়ারা। cbse.gov.in
- এছাড়াও ডিজিলকার ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। সিবিএসই সার্ভিসেসের আওতায় ডিজিলকারে ফলাফল দেওয়া থাকবে।
- ডিজিলকার মোবাইল অ্যাপের মাধ্যমেও পড়ুয়ারা তাদের রেজাল্ট জানতে পারবে।
- এছাড়াও ফল জানা যাবে উমঙ্গ অ্যাপে।
কীভাবে দেখবেন ফল?
• প্রথমেই মোবাইল অথবা কম্পিউটার থেকে সিবিএসই-র সরকারি ওয়েবসাইট cbseresults.nic.in-এ যেতে হবে।
• Senior School Certificate Examination অপশনে ক্লিক করতে হবে।
• রোল নম্বর, স্কুল কোড এবং জন্মের তারিখ তথ্য দিতে হবে
• সঙ্গে সঙ্গে ফলাফল মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে চলে আসবে।
#cbseresults2022 #cbse
— CBSE HQ (@cbseindia29) July 22, 2022
परिणाम निम्नलिखित वेबसाइट पर देखे जा सकते हैं।https://t.co/16nMSr3Ebghttps://t.co/0VvP4tTmWShttps://t.co/KD8IRHkYDu@dpradhanbjp @EduMinOfIndia @mygovindia @PIBHindi @PTI_News @AkashvaniAIR @DDNewslive pic.twitter.com/oCPnbapFBS
এদিকে আজই প্রকাশিত হয়েছে, ২০২২ সালে সিবিএসই দ্বাদশের পাশের হার ৯২.৭১ শতাংশ। ২০২০ সালে পাশের হারের তুলনায় বেশ কিছুটা বেড়েছে এই বছরে। মাঝে ২০২১ সালে অনেকটাই বেশি ছিল পাশের হার, কিন্তু সেবার লিখিত পরীক্ষা হয়নি। সংখ্যায় দেখলে সিবিএসই দ্বাদশে পাশ করেছেন মোট ১৩ লক্ষ ৩০ হাজার ৬৬২ জন। এদের মধ্যে ৩৩ হাজার জন ৯৫%-এর উপর পেয়েছেন। CBSE 12 -এর ফলে দেখা যাচ্ছে, পাশের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাশের হার ৯৪.৫৪% , অন্যদিকে ছেলেদের পাশের হার ৯১.২৫%। ৩০-৭০ ওয়েটেজের ফর্মুলায় এই বছর ফাইনাল রেজাল্ট প্রস্তুত হয়েছে। থিয়োরি পেপারের ক্ষেত্রে টার্ম ১-এর পেপারে ৩০ শতাংশ ওয়েটেজ এবং টার্ম ২ পেপারে ৭০ শতাংশ ওয়েটেজ দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল পেপারের ক্ষেত্রে ৫০-৫০ ওয়েটেজ ফর্মুলা ব্য়বহার হয়েছে।
আরও পড়ুন: CBSE News: কলা শাখায় ৯৯ শতাংশ নম্বর, সিবিএসই দ্বাদশে তাক লাগালেন ওভিয়া রায়
Education Loan Information:
Calculate Education Loan EMI