এক্সপ্লোর
Narendra Modi হাতির পিঠে সওয়ার হয়ে চোস্ত হাতে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, দেখুন মোদির কাজিরাঙা সফরের ঝলক
PM Modi Kaziranga National Park: নরেন্দ্র মোদি সবসময়ই অ্যাডভেঞ্চার প্রিয়। তিনি জিপে চড়ে কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখার পাশাপাশি হাতির পিঠেও চড়েন।

মোদির কাজিরাঙা সফরের ঝলক
1/8

লোকসভা ভোটের আগে তিন দিনে চার রাজ্যে সফর করছেন প্রধানমন্ত্রী। শুক্রবার অসমে পৌঁছন নরেন্দ্র মোদি। কাজিরাঙা জাতীয় উদ্যানে রাত্রিবাস করেন তিনি। শনিবার সকালে জঙ্গল সাফারিতে বের হন তিনি।
2/8

নরেন্দ্র মোদি সবসময়ই অ্যাডভেঞ্চার প্রিয়। তিনি জিপে চড়ে কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখার পাশাপাশি হাতির পিঠেও চড়েন।
3/8

এদিন জঙ্গল সাফারিতে মোদির সঙ্গে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মোদির হাতে ছিল অত্যাধুনিক ক্যামেরা।
4/8

কাজিরাঙা জাতীয় উদ্যানে রাত্রিবাস করে জঙ্গল সাফারির জন্য শনিবার ভোর ৫টায় কাজিরাঙায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। সেখানে গিয়ে তিনি ঘুরে ঘুরে দেখেন সব ব্যবস্থাপনা।
5/8

হাতিতে চড়ে জঙ্গল ভ্রমণের পাশাপাশি, হাতিদের সঙ্গে কাটান বেশ কিছুটা সময়। তিনি লখিমাই, প্রদ্যুম্ন এবং ফুলমাই নামের হাতিদের আখও খাওয়ান।
6/8

কাজিরাঙা গণ্ডারের জন্যই বিখ্যাত। তবে কাজিরাঙা জাতীয় উদ্যানে আছে অনেক হাতিও। হাতির সঙ্গে অনেকটা সময় কাটান মোদি।
7/8

প্রধানমন্ত্রী মোদি প্রথমে পার্কের সেন্ট্রাল কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকায় একটি হাতিতে চড়ে জঙ্গল সাফারিতে যান। এরপর একই রেঞ্জে জিপে করেও ঘোরেন। বরাবরই ছবি তুলতে ভালবাসেন মোদি। ক্যামেরা নিয়ে জঙ্গলের ছবি তোলেন তিনি।
8/8

কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রায় ২ ঘণ্টা ছিলেন প্রধানমন্ত্রী মোদি। এলিফ্যান্ট সাফারি ও জিপ সাফারির করতে করতে অজস্র ছবি তোলেন এদিন মোদি।
Published at : 09 Mar 2024 01:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
অটো
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
