এক্সপ্লোর
Science News: সৌরজগতের বাইরে আস্ত মহাসাগর! বিজ্ঞানীদের নজরে এক্সোপ্ল্যানেট K2-18 b
Space Science: সৌরজগতের বাইরেও কি থাকতে পারে প্রাণের অস্তিত্ব? এই প্রশ্ন আজকের নয়। উত্তর মিলেত পারে শীঘ্রই।
ছবি: নাসা।
1/10

আমাদের সৌরজগতের বাইরেও থাকতে পারে প্রাণের অস্তিত্ব। তাই সূর্য় ন, অন্য নক্ষত্রগুলিকে প্রদক্ষিণ করে চলেছে যে সমস্ত এক্সোপ্ল্যানেট, সেগুলির উপরও নজরদারি চালানো হয়। আর সেই নজরদারিতেই এবার গুরুত্বপূর্ণ তথ্য হাতে এল।
2/10

এক্সোপ্ল্যানেট K2-18 b গোড়া থেকেই বিজ্ঞানীদের মধ্যে কৌতূহলের উদ্রেক করে আসছে। তাই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দীর্ঘ দিন ধরেই তার উপর নজরদারি চালিয়ে আসছিল। তাতেই K2-18 b এক্সোপ্ল্যানেটে কার্বনের অণু থাকার প্রমাণ মিল। শুধু তাই নয়, ওই এক্সোপ্ল্যানেটের বুকে মহাসাগরও রয়েছে বলেও উঠে এল গবেষণায়।
Published at : 12 Sep 2023 06:57 PM (IST)
আরও দেখুন






















